তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান শনিবার তার পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কারের । যারা আবেদন করেছিলেন কারাবন্দি নাগরিক সমাজের নেতার মুক্তির ।
ফ্রান্স ২৪ ডট কমের প্রতিবেদনে তুর্কি রাষ্ট্রপতি বলেন, আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি যে এই ১০ জন রাষ্ট্রদূতকে যতো তাড়াতাড়ি সম্ভব পারসোনা নন-গ্রাটা হিসেবে ঘোষণা করার জন্য, ।
তবে বহিষ্কারের জন্য নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করেননি তিনি।
রাষ্ট্রদূতরা যৌথ বিবৃতি জারি করে বলেন, প্যারিসীয় বংশোদ্ভূত মানবাধিকারকর্মী ওসমান কাভালার অব্যাহত আটক একটি ছায়া ফেলেছে তুরস্কের ওপর । যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে এবং সুইডেন আহ্বান জানিয়েছে ন্যায়সঙ্গত ও দ্রুত সমাধানের’ ।
২০১৭ সাল থেকে দোষী সাব্যস্ত না হয়েও কারাগারে আছেন কাভালা। ২০১৩ সালে সরকারবিরোধী বিক্ষোভ এবং ২০১৬ সালে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। অভ্যুত্থানপ্রচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর এরদোয়ানমুক্ত তুরস্কের প্রতীক হয়ে উঠেছেন তিনি ।
https://www.facebook.com/pundrotvbd/videos/584177859459984