1. shahajahanbabu@gmail.com : admin :
সান্তাহারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Pundro TV
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন



সান্তাহারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৯ অক্টোবর, ২০২১

বগুড়ার সান্তাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর সভার উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ১২ মার্চ ৮টি দলের অংশগ্রহণে মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। চূড়ান্ত খেলায় মহাদেবপুর ফুটবল একাডেমী ৩-২ গোলে সান্তাহার ফুটবল একাডেমীকে হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে ২০ হাজার টাকা ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা।

শুক্রবার বিকালে সান্তাহার আধুনিক স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সান্তাহার পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা,

পৌর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, পৌর ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন জোয়ারদার, পৌর কাউন্সিলর আলাউদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর খোকন।

 

https://www.facebook.com/pundrotvbd/videos/388312926109915

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST