1. shahajahanbabu@gmail.com : admin :
শরীরের কোন অংশে বয়সের ছাপ আগে পড়ে জানেন? - Pundro TV
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন



শরীরের কোন অংশে বয়সের ছাপ আগে পড়ে জানেন?

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

বয়স বাড়বে, তার সঙ্গে চেহারায় বয়সের ছাপও পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু তা মেনে নিতে মন চায় না অনেকের। তাই বয়স ঢাকার এবং বয়সের ছাপ এড়িয়ে চলার জন্য প্রসাধনী সামগ্রীর ব্যবসাও বেড়ে চলেছে দিনের পর দিন। কিন্তু সেসব জিনিস ব্যবহার করার জন্যও জানতে হবে কখন কীভাবে তা শরীরের প্রয়োজন। তার জন্য বোঝা দরকার, কোন অংশে আগে বয়সের ছাপ পড়বে।

এমন কথা শুনে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু শরীরের সব অঙ্গ একসঙ্গে বয়স্ক দেখায় না। কোনওটি আগে দেখায়, তো কোনওটি কিছু দিন পরে।

গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, ছ’টি অঙ্গ সবার আগে বয়সের কথা মনে করাতে থাকে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে আপনার হাত।

হাতের ব্যবহার সবচেয়ে বেশি। যেকোনও কাজেই সবার আগে হাত ব্যবহার করা হয়। তাছাড়া শরীরের সব অঙ্গ ঢেকে ফেলা হলেও রোদ, বর্ষা, শীতে হাত বাইরেই রাখতে হয়। না হলে কাজ করা সম্ভব নয়। অধিকাংশ মানুষই হাতের যত্নও সবচেয়ে কম নেন। প্রতিদিন ক্রিম লাগানো বা প্রয়োজন মতো গ্লাভস পরে থাকার অভ্যাস খুব কম মানুষেরই রয়েছে। বিজ্ঞানীদের বক্তব্য, সে কারণেই হাতে বয়সের ছাপ তাড়াতাড়ি পড়ে।

এছাড়া যে সব অঙ্গে বেশি করে বয়সের ছাপ পড়ে, তাহল মুখ, গলা, চোখের পাতা, চুল এবং কনুই।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST