1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ায় ডোবা থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার - Pundro TV
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন



বগুড়ায় ডোবা থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

বগুড়ার দুপচাচিঁয়ায় নিখোজের তিন দিন পর ডোবা থেকে হুমায়ুন (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দি মৃতদেহ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, হুমায়ুন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুপচাচিঁয়া উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল ওয়াহাব আলীর ছেলে।
শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি হুমায়ুন। রাত থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে।

মঙ্গলবার সকালে বাড়ির পাশে ডোবার পানিতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বস্তার ভেতরে হুমায়ুনের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে দুপচাচিঁয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল মর্গে পাঠায়।

দুপচাচিঁয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান রুবায়েত বলেন, মরদেহে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ফলে হত্যাকান্ডের বিষয়ে প্রাথমিক কোনো কারণ জানা যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST