মহেশখালির কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের নাম আবুল কালাম। তিনি বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থক বলে জানা গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও ৪ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের কারণে দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ভোটকেন্দ্রে জালিয়াতি নিয়ে মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী শেখ কামাল এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে বাকবিত-া হয়। পরে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবুল কালাম (৪০) নিহত হন।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি। যেখানে উত্তপ্ত হয়েছে সেখানের পরিস্থিতি স্বাভাবিকের পথে।
হয়তো কিছুক্ষণের মধ্যে ভোটগ্রহণ শুরু হবে।