1. shahajahanbabu@gmail.com : admin :
মৃত্যুর ৫ বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে দিতির শেষ সিনেমা, আছেন জায়েদ খানও - Pundro TV
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন



মৃত্যুর ৫ বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে দিতির শেষ সিনেমা, আছেন জায়েদ খানও

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতি। মারা গেছেন ২০১৬ সালের ২০ মার্চে। মৃত্যুর ৫ বছর পর অবশেষে তার অভিনীত সিনেমার ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। সিনেমাটির নাম ‘এ দেশ তোমার আমার’। এর পরিচালক ছিলেন এফ আই মানিক।

বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে সিনেমাটিকে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

দিতির সর্বশেষ সিনেমা মুক্তির বিষয়ে জায়েদ খান বলেন, অনেক আগেই সিনেমাটির কাজ শেষ হয়েছিল। এরপর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সিনেমাটির কিছু দৃশ্যে সেন্সর বোর্ড কারেকশন করতে বলে। সেটা করার পর অবশেষে সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। প্রায় ১০ বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। এত বছর পর অবশেষে সিনেমাটি মুক্তি পাবে ভেবেই ভালো লাগছে তার।
ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০১৬ সালের ২০ মার্চ হাসপাতালেই মারা যান এ নায়িকা।

১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে ঢাকাই সিনেমাতে পা রাখেন দিতি। উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’ ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’। দিতির শেষ ছবি ‘এ দেশ তোমার আমার’।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST