1. shahajahanbabu@gmail.com : admin :
কিশোরগঞ্জে প্রায় ১৪ ফুট গাজার গাছ উদ্ধার - Pundro TV
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন



কিশোরগঞ্জে প্রায় ১৪ ফুট গাজার গাছ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মে, ২০২৩
নীলফামারীর কিশোরগঞ্জে এক বাড়ির সামন থেকে ১টি বিশাল আকৃতির গাজার গাছ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
শনিবার (২৭ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলামের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া মাঝাপাড়া গ্রামের আসমত আলীর ছেলে আক্কাস আলীর বাড়ী থেকে প্রায় সাড়ে ১৪ ফুট গাছটি উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক নুর ইসলাম বলেন, উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে আক্কাস আলী তার বাড়ীর দরজার সামনে গাজার গাছটি রোপন করেছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ওই গাঁজা গাছটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজা গাছটির উচ্চতা প্রায় সাড়ে ১৪ ফুট।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় বলেন, আক্কাস আলীর বাড়ীর উঠান থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয়। গাছের মালিক সেখানে উপস্থিত না থাকায় তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গাছের মালিকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST