1. shahajahanbabu@gmail.com : admin :
দেশছাড়ার বিষয়ে কি বললেন ইমরান খান ? - Pundro TV
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন



দেশছাড়ার বিষয়ে কি বললেন ইমরান খান ?

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২১ মে, ২০২৩

সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে বিদেশে পাঠানোর গুঞ্জন উঠেছে। তবে শনিবার দেওয়া এক ভাষণে তিনি জানান, তিনি দেশ ছাড়বেন না। উল্টো প্রশ্ন করেন, ‘আমি কেন দেশ ছাড়ব?’

তিনি আরও বলেন, ‘দেশে কি মানুষের জীবনের কোনো দাম নেই?’

তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান জানান, ‘দেশের বাইরে আমার কোনো সম্পদ নেই। আমি সব কিছু বিক্রি করে দিয়ে এখানে (পাকিস্তানে) এসেছি। এটি আমার দেশ।’

তবে ওই বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়ে ইমরান খান বলেন, ‘যখন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল আমাকে জিজ্ঞেস করেছিলেন ৯ মের বিক্ষোভ সম্পর্কে, আমি তাকে বলেছিলাম, আমি এ ঘটনার কঠোর নিন্দা জানাচ্ছি। শান্তিপূর্ণ বিক্ষোভের বাইরে আমার সমর্থকদের কোনো কর্মকাণ্ড আমি সমর্থন করি না।’

পাকিস্তানের বর্তমান সরকারের সমালোচনা করে ইমরান খান তার ভাষণে বলেন, ‘দেশে কোনো আইন নেই। একমাত্র আশার জায়গা বিচার বিভাগ। আমাদের পরিত্রাণ দেওয়ায় বিচার বিভাগ এবং বিচারপতিরা অসম্ভব চাপে রয়েছেন।’

প্রসঙ্গত গত ৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার হন ইমরান খান। তার গ্রেফতারের পর বেশ কয়েকটি সেনানিবাসসহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনন্ত ১০ জন নিহত হন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST