1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ায় দুর্বৃত্তের ছু‌রিঘা‌তে যুবক নিহত - Pundro TV
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন



বগুড়ায় দুর্বৃত্তের ছু‌রিঘা‌তে যুবক নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ শনিবার, ২০ মে, ২০২৩

বগুড়ার ‌শিবগ‌ঞ্জে সাইদুর রহমান রাজিব (২৭) না‌মে এক যুবক‌ দুর্বৃত্তের ছু‌রিঘা‌তে নিহত হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা তা‌কে উপ‌জেলার কিচক কেকারপাড়া মোলামগাড়ী রাস্তায় ফে‌লে যায়।

শুক্রবার (১৯ মে) রা‌তের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে।
নিহত রা‌জিব উপজেলার কিচক ইউনিয়নের ‌বেলাই গ্রা‌মের শাহাদত হো‌সেন সাদ এর ছে‌লে। তিনি পেশায় একজন গ্রিল মিস্ত্রি ছিলেন।

পরিবারের লোকজন জানান, সাইদুর রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকায় গ্রিল মিস্ত্রির কাজ করতেন। মাঝে মাঝেই তিনি অনেক রাতে বাড়ি ফিরতেন। শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেননি। পরে আজ (শনিবার) ভোরে কেকার পাড়া মোলামগাড়ি এলাকার রাস্তার পাশে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নি‌শ্চিত ব‌লেন, লা‌শের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়ে‌ছে। লা‌শের গা‌য়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST