1. shahajahanbabu@gmail.com : admin :
চকলেট খাওয়ার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার - Pundro TV
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৩ অপরাহ্ন



চকলেট খাওয়ার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নীলফামারীর কিশোরগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু মুসা ওরফে এডিশন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ভিকটিমের মায়ের দায়ের করা মামলায় অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। ওই যুবক বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি সরকারপাড়া গ্রামের এমদাদুল হক মাষ্টারের ছেলে। ভিকটিমের দাদি জানায়, গার্মেন্টসে কাজ করায় শিশুটির বাবা ঢাকায় থাকেন। শুক্রবার সকালে তার মা গোখাদ্য সংগ্রহের জন্য বাড়ির বাইরে যান। এ সুযোগে প্রতিবেশী এডিশনাল শিশুটিকে নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার করলে তাকে ঘর থেকে বের করে দেয়। আমি বাড়িতে আসার পর সে কান্না জড়িত কন্ঠে জানায়, চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে এডিশন এ ঘটনা ঘটিয়েছে।

পরে শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) এসএস শরীফ জানান, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মামলা করায় ওই যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST