1. shahajahanbabu@gmail.com : admin :
দোনেৎস্কে ইউক্রেনের হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত,আহত অন্তত ২৯ জন - Pundro TV
বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন



দোনেৎস্কে ইউক্রেনের হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত,আহত অন্তত ২৯ জন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৭ মে, ২০২৩

ইউক্রেনীয় বাহিনী দখল হয়ে যাওয়া দোনেৎস্ক শহরে জোর হামলা চালিয়েছে বলে দাবি করেছে স্থানীয় একটি পর্যবেক্ষণ সংস্থা।

শনিবার দিনভর শহরের আবাসিক ও শহরতলি এলাকায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন।

জয়েন্ট সেন্টার ফর কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন (জেসিসিসি) নামে হামলা পর্যবেক্ষণকারী সংস্থাটির দাবি, হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি ১০ বছরের এক শিশুসহ আহত হয়েছেন অন্তত ২৯ জন।

জেসিসিসি বলছে, শহরটিকে লক্ষ্যবস্তু করতে ন্যাটো এবং সোভিয়েত-ক্যালিবার হাউইৎজার ব্যবহার করেছে কিয়েভের বাহিনী। তারা একাধিক রকেট লঞ্চার থেকে প্রায় ৩০টি প্রজেক্টাইলও নিক্ষেপ করেছে।

শহরের সবচেয়ে পশ্চিমের অঞ্চল পেট্রোভস্কি গত কয়েক মাস ধরেই ইউক্রেনীয় হামলার প্রধান লক্ষ্যবস্তু। তীব্র লড়াইয়ে অবশ্য দুই পক্ষেরই প্রাণহানি ঘটছে। অনলাইনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, অঞ্চলটির একাধিক আবাসিক বাড়ি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ চালায় রুশ বাহিনী। সেই থেকেই দোনেৎস্ক শহরটি প্রায় প্রতিদিনই কিয়েভের বাহিনীর ভারি কামান হামলার শিকার হয়েছে।

গত অক্টোবরে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছিল। চারটি অঞ্চলের স্থানীয় জনগণ গণভোটে এ পদক্ষেপকে ব্যাপকভাবে সমর্থন করেছিল বলে দাবি রাশিয়ার। তবে ইউক্রনসহ পশ্চিমা বিশ্ব ওই গণভোটকে অবৈধ অ্যাখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST