1. shahajahanbabu@gmail.com : admin :
এক সপ্তাহ ধরে গরমে হাঁসফাঁস সারাদেশ - Pundro TV
শুক্রবার, ২২ মার্চ ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন



এক সপ্তাহ ধরে গরমে হাঁসফাঁস সারাদেশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া যশোর, রাজশাহী, ফরিদপুরে ৩৮.০, কুমারখালীতে ৩৭.৮, ঈশ্বরদীতে ৩৭.৬, ঢাকা ও ভোলায় ৩৭.৪, খেপুপাড়ায় ৩৭.২, সন্দ্বীপে ৩৭.১, পটুয়াখালীতে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা বিভাগসহ দেশের মোট ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

আজ রবিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের মোট ২৯টি জেলা এবং রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলাসহ মোট ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া পরবর্তী তিন দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST