1. shahajahanbabu@gmail.com : admin :
ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশের জন্য জেলেনস্কির মতো পোশাক পরেন জাপানের শিক্ষার্থী - Pundro TV
শনিবার, ২৩ মার্চ ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন



ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশের জন্য জেলেনস্কির মতো পোশাক পরেন জাপানের শিক্ষার্থী

ইনটারন্যাশনাল ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

বিশ্ববিদ্যালয়ের স্নাতক জীবনের শেষ অনুষ্ঠানে (সমাবর্তন) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো পোশাক পরেছেন জাপানের একজন শিক্ষার্থী।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর প্রতিদিনই দেশীয়সহ আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা গেছে প্রেসিডেন্ট জেলেনস্কিকে। অধিকাংশ সময় তাকে ট্রেডমার্ক খাকি সবুজ টি-শার্ট পরিহিত অবস্থায় দেখা গেছে।

খবর অনুসারে, জাপানের ওই বিশ্ববিদ্যালয়-ছাত্র ইউক্রেনের প্রেসিডেন্টের মতো গ্রিন লং স্লিভড টপ এবং ম্যাচিং ট্রাউজার পরেন। জাপানের সংবাদপত্র ইয়োমিউরিকে ওই শিক্ষার্থী বলেন,  জেলেনস্কির মতো দাড়ি রাখতেও উদ্যোগ নিয়েছিলেন তিনি।

কিয়েটো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষার্থীদেরকে তাদের পছন্দমতো পোশাক পরার অনুমতি প্রদান করা হয়।

টুইটারে ‘অ্যামিকি’ নাম হিসেবে পরিচয় পাওয়া জাপানের ওই শিক্ষার্থী স্থানীয় গণমাধ্যমে বলেন, ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে তিনি জেলেনস্কির মতো পোশাক পরেন।

জেলেনস্কির সর্বদা খাকি টি-শার্ট পরা নিয়ে সমালোচনাও হয়েছে। তবে জেলেনস্কির পক্ষের লোকজন ব্যাখা দিয়েছেন, তিনি (জেলেনস্কি) এখন যুদ্ধের মধ্যে আছেন। দেশের জনগণের সংগ্রামের সাথে প্রেসিডেন্টও যে অংশীদার; এটা বোঝাতে এমন ড্রেস পরেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST