1. shahajahanbabu@gmail.com : admin :
তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া শাখার উদ্দ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান - Pundro TV
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন



তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া শাখার উদ্দ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩
নিজস্ব প্রতিনিধি: ‘দেশের চলমান সমাজব্যবস্থাপনা, অপসংস্কৃতি থেকে কোমলমতি শিশুদের বাঁচাতে হলে অবশ্যই ইসালামী মূলবোধের আলোকে সন্তানদের গড়ে তুলতে হবে। আর সেক্ষেত্রে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। আবহমান কাল ধরেই নৈতিক মূল্যবোধ তৈরির কাজ করে যাচ্ছে মাদরাসাগুলো’। তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া শাখার উদ্যেগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।
সোমবার সকালে বগুড়ার উপশহরে তানযীমুল উম্মাহ মাদরাসা ক্যাম্পাসে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবীবুল্লাহ মুহাম্মদ আল আমীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিশ পুনাইল ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এম এম রবিউল ইসলাম, তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া শাখার অধ্যক্ষ শাহ আলম, তানযীমুল উম্মাহ মাদরাসা হিফয শাখা রাজশাহীর অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান, তানযীমুল উম্মাহ হিফয বগুড়া শাখায় অধ্যক্ষ ক্বারী আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী এবং অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে দ্বিতীয় পর্বে তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া শাখার শিল্পিদের পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST