1. shahajahanbabu@gmail.com : admin :
ফেব্রুয়ারিতে ২০ শতাংশ কমে গেছে প্রবাসী আয় - Pundro TV
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন



ফেব্রুয়ারিতে ২০ শতাংশ কমে গেছে প্রবাসী আয়

ইনটারন্যাশনাল ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এরপরও ব্যাংকের মাধ্যমে আশানুরূপ হারে তা আসছে না। জানুয়ারিতে প্রবাসী আয়ে কিছুটা গতি এলেও, ফেব্রুয়ারিতে আবার প্রবাসী আয় প্রত্যাবাসনের ধারা কমে গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। এই আয় জানুয়ারির তুলনায় ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ২০ শতাংশ কম। জানুয়ারিতে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯৬ কোটি ডলার। ২০২১ সালের ফেব্রুয়ারির চেয়ে গত ফেব্রুয়ারিতে প্রবাসী আয় বেড়েছে ৬ কোটি ৬৮ লাখ ডলার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলারের প্রবাসী আয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৫৭ লাখ ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৮ লাখ ডলার, আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৪ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে বরাবরের মতো খুব সামান্যই এসেছে।

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে প্রবাসীরা ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় পাঠান। এরপর এখন পর্যন্ত প্রবাসী আয় আর ২০০ কোটি ডলার অতিক্রম করেনি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST