1. shahajahanbabu@gmail.com : admin :
‘ভারত-পাকিস্তানের বিপক্ষে জিতলে আপসেট হবে’ - Pundro TV
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন



‘ভারত-পাকিস্তানের বিপক্ষে জিতলে আপসেট হবে’

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যায়ে এসে প্রত্যাশার পারদ নিচে রাখার চেষ্টা করলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বললেন, ভারত ও পাকিস্তানের বিপক্ষে তাদের জয় হবে অঘটন।

অস্ট্রেলিয়া আসরে ৩ ম্যাচে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বাংলাদেশ। বাঁচিয়ে রেখেছে সেমি-ফাইনালের আশা। রান রেট যেহেতু ভালো নয়, এটা মোটামুটি নিশ্চিত টুর্নামেন্টে টিকে থাকতে শেষ দুই ম্যাচেই জিততে হবে তাদের।

কাজটা সহজ নয়, সুপার টুয়েলভে বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপেও প্রায় একই পর্যায়ে ছিল বাংলাদেশ। সেখানে উপমহাদেশের এই দুই দলের বিপক্ষে হেরে তাদের টুর্নামেন্ট শেষ হয়েছিল হতাশায়।

এবার সমীকরণ কি বাংলাদেশ অধিনায়কের সেটা না জানার কোনো কারণ নেই। তবে নিজেদেরই হয়তো চাপ মুক্ত রাখতে চাইলেন সাকিব।

“আমাদের পরবর্তী লক্ষ্য হলো, বাকি দুই ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুই ম্যাচের কোনটিও যদি জিততে পারি, আপসেট হিসেবে গণ্য হবে। সেই আপসেটটা করতে পারলে আমরা খুশি হব। না করতে পারলে বেশি কিছু বলার নেই।”

টি-টোয়েন্টি সংস্করণে ভারতের বিপক্ষে খেলা ১১ ম্যাচে বাংলাদেশের জয় স্রেফ একটি। বিশ্বকাপে তিন ম্যাচের তিনটিই জিতেছে ভারত। একই অবস্থা পাকিস্তানের বিপক্ষে, মুখোমুখি ১৭ ম্যাচে দুই জয় বাংলাদেশের। বিশ্বকাপে পাঁচ ম্যাচের সবকয়টিই হেরেছে বাংলাদেশ।

সাকিব যে অঘটনের কথা বললেন, চলতি আসরে সেটা দেখা গেছে বেশ কয়েকবার। প্রথম রাউন্ডে শ্রীলঙ্কাকে হারিয়েছে নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। সুপার টুয়েলভে ইংল্যান্ডকে হারিয়েছে আয়ারল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে জিম্বাবুয়ে। এসব ম্যাচ থেকে অনুপ্রেরণা পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।

“দুই দল কাগজে-কলমে আমাদের চেয়ে অবশ্যই ভালো। তবে আমরা যদি ভালো খেলি, আমাদের যদি দিন থাকে তাহলে কেন পারব না? এই বিশ্বকাপেই আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে, জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে। ওরকম একটা ফল হলে অবশ্যই আমরা খুশি হব।”

বাংলাদেশের বিপক্ষেই কেবল এগিয়ে রাখছেন না, সার্বিক বিচারে বিশ্বকাপ জেতার জন্য ভারতকে ফেভারিট মনে করছেন সাকিব।

“ভারত এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই, বিশ্বকাপ জিততে এখানে আসিনি। এখান থেকেই আপনি পরিস্থিতি বুঝতে পারবেন। আমরা ভালো করেই জানি, ভারতের বিপক্ষে জিতলে এটি আপসেট হবে। আমরা চেষ্টা করব সেরা খেলাটি খেলতে এবং আপসেট করতে।”

অ্যাডিলেইডে বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। দুই দলই প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে দুইটি করে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে তাদের মুখোমুখি লড়াই। আগামী ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST