1. shahajahanbabu@gmail.com : admin :
কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া - Pundro TV
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন



কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
Russian newly-mobilised reservists train at a shooting range in the course of Russia-Ukraine conflict in the Donetsk region, Russian-controlled Ukraine, October 10, 2022. REUTERS/Alexander Ermochenko

ইউক্রেনের রাজধানী কিয়েভের বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই তথ্য জানিয়েছেন কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা। 

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বিমান হামলা হয়। খবর সিএনএনের।

কুলেবা বলেন, কিয়েভের একটি সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় বেশ কয়েক জায়গায় আগুন ধরে যায়। তবে পরে আগুন নেভানো হয়েছে। 

স্থানীয় বিমান প্রতিরক্ষা বাহিনী আকাশ থেকে শত্রুর হামলার কারণ খোঁজার চেষ্টা করছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ২৪ ফ্রেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। আট মাসের যুদ্ধে রাশিয়া ইউক্রেনসহ সারা বিশ্বের মানুষ অর্থনৈতিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। এই যুদ্ধে ইউক্রেনের প্রায় ৭০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। ছাড়া হতাহত হয়েছেন বহু মানুষ। পুতিন ইতোমধ্যে ইউক্রেনের চারটি রাজ্য দখল করে জরুরি অবস্থা জারি করেছেন।

বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন স্বীকার করেছে তারা এখন যুদ্ধের সরঞ্জাম নিয়ে সমস্যায় আছে। মঙ্গলবার সমন্বয় কমিটির মিটিংয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এমন ইঙ্গিত দিয়েছিলেন। পুতিনের কথার সঙ্গেই সুর মিলিয়েছে ক্রেমলিন। 

ব্যাপারে রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, আপনারা সবাই প্রেসিডেন্ট পুতিনের বক্তব্য শুনেছেন। প্রকৃতপক্ষে সরঞ্জামের সমস্যায় আছি আমরা। পেসকোভের মতে, এখনো কিছু সমস্যা রয়ে গেছে। তবে সেগুলো উপশমে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেছেন, এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিচালনায় রুশ সেনাদের যেসব যুদ্ধ সরঞ্জাম প্রয়োজন সেগুলো পর্যাপ্ত আধুনিক হতে হবে। তাছাড়া সামরিক সরঞ্জামের উৎপাদন বৃদ্ধিতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। 

যুক্তরাজ্যে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বুধবার সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন, ইউক্রেনে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। 

সিএনএনের ক্রিস্টিন আমানপোরের সঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ রাষ্ট্রদূত। 

এদিকে এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ বলেছেন, তিনি বিশ্বাস করেন না পুতিন ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। 

তবে রুশ প্রেসিডেন্ট একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যদি রাশিয়া কোণঠাসা হয়ে যায় তাহলে নিজ দেশকে রক্ষা করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন তিনি। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। 

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনারা সাফল্য পাওয়ার পর রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা বেড়ে গেছে। তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মনে করেন না পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। 

তিনি বলেন, আমার ব্যক্তিগত মতামত হলো পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST