1. shahajahanbabu@gmail.com : admin :
ঢাকার ১১ এলাকায় চিনি বিক্রি করবে টিসিবি - Pundro TV
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন



ঢাকার ১১ এলাকায় চিনি বিক্রি করবে টিসিবি

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

চিনির বাজার হঠাৎ করে অস্থিতিশীল হয়ে ওঠায় রাজধানীতে ৫৫ টাকা দরে চিনি বিক্রির উদ্যোগ নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি।

সোমবার দুপুর থেকে ঢাকার গুরুত্বপূর্ণ ও জনবহুল ১১টি স্থানে টিসিবির ট্রাক থেকে চিনি বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ এক কেজি চিনি কিনতে পারবেন বলে টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মালিবাগ রেলগেইট সুপার মার্কেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তা, নিউ মার্কেট, মিরপুর ১০ গোলচত্বর, রামপুরা বাজার, মতিঝিল শাপলা চত্বর, মোহাম্মদপুর টাউন হল বাজার, শান্তিনগর বাজার, উত্তরার আজমপুর বাজার, কারওয়ান বাজার টিসিবি চত্বর এবং ফার্মগেইট খামারবাড়ি এলাকায় টিসিবির ট্রাক থেকে যে কেউ চিনি কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রি করবে। সোমবার দুপুর ১টা থেকে প্রতি কেজি ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি ১ কেজি করে চিনি বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারী ছাড়াও যে কোনো ক্রেতা টিসিবির এ চিনি কিনতে পারবেন।“

এতোদিন টিসিবি ট্রাকের মাধ্যমে ডাল, সোয়াবিন তেল, চিনি ও পেঁয়াজ বিক্রি করে আসছিল। চলতি বছরের শুরু থেকে দ্রব্যমূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়ায় টিসিবির ট্রাক সেলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে গত রোজার ঈদ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তালিকাভুক্ত এক কোটি দরিদ্র মানুষের মাঝে পণ্য বিপণন শুরু করে টিসিবি। সম্প্রতি চিনি নিয়ে সংকট দেখা দেওয়ার প্রেক্ষাপটে আবারো পুরোন নিয়ম, অর্থাৎ সব ভোক্তার কাছে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

প্রায় দুই সপ্তাহ ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে চিনি বিক্রি হচ্ছিল বাজারে। সরকার নির্ধারিত দর ৯৫ টাকা হলেও বাজারে চিনি বিক্রি হচ্ছে ১০৫ টাকা থেকে ১১০ টাকায়।

সরবরাহ সঙ্কটের কথা বলে গত এক সপ্তাহে দাম আরও বাড়ানো হয়েছে। রাজধানীর অনেক এলাকার মুদি দোকানে চিনি পাওয়া যাচ্ছে না বলেও খবর আসে গত সপ্তাহের শেষে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST