1. shahajahanbabu@gmail.com : admin :
রায়হান হত্যা: জামিন হয়নি এসআই আকবরের - Pundro TV
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন



রায়হান হত্যা: জামিন হয়নি এসআই আকবরের

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি হেফাজতে রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

ভার্চ্যুয়াল শুনানি শেষে বুধবার (০২ জুন) দুপুরে তার জামিন নামঞ্জুর করেন সিলেট মহানগর দায়রা জজের আদালত।

এর আগে আকবরের পক্ষের আইনজীবীরা এ জামিন আবেদন করেছিলেন।

বিচারক মো. আবদুর রহিম শুনানি শেষে এক আদেশে জামিন নামঞ্জুর করেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নওশাদ আহমদ চৌধুরী।

প্রসঙ্গত, গত বছরের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করার পরদিন ১১ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রী মামলা করেন। এ মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পেলে ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর ১৩ অক্টোবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান আকবর। এ ঘটনার পর পলাতক আকবরকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন গড়ে উঠলে ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধরা পড়ার পর আকবর বলেছিলেন, তিনি পালিয়ে ভারত চলে গিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST