1. shahajahanbabu@gmail.com : admin :
ইউক্রেনে আকস্মিক সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী - Pundro TV
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন



ইউক্রেনে আকস্মিক সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ জুলাই, ২০২২

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগু আকস্মিকভাবে ইউক্রেন সফর করেছেন।

সফরের সময় তিনি সেখানে অভিযানে অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে। খবর আল-মায়াদ্বিনের।

ইউক্রেনের দোনবাস এলাকা সফরকালে শৌইগু রুশ কমান্ডিং অফিসারদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রাশিয়ার সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ ছাড়া ইউক্রেনের সেনারা দনবাসের বেসামরিক জনগণের ওপর যে গোলাবর্ষণ করছে তা ঠেকানোর উপায় নিয়ে তিনি আলোচনা করেন।

চলমান সামরিক অভিযানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কর্নেল জেনারেল আলেকজান্ডার লাপিন এবং মেজর জেনারেল আসাদুল্লাহ আবাচেভকে ‘গোল্ড স্টার’ পদকে ভূষিত করেন।

শীর্ষ পর্যায়ের এই দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদকে ভূষিত করার ডিক্রিতে প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন আগেই সই করেছিলেন।

দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে বিশেষ মর্যাদা দেওয়ার ব্যাপারে ২০১৪ সালে বেলারুশের রাজধানী মিনস্কে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে চুক্তি সই হয়েছিল তা পালন করতে ব্যর্থ হওয়ার পর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। জার্মানি এবং ফ্রান্সের মধ্যস্থতায় ২০১৪ সালে ওই চুক্তি সই হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST