1. shahajahanbabu@gmail.com : admin :
ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে বাইডেনের সাক্ষাৎ (ভিডিও) - Pundro TV
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন



ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে বাইডেনের সাক্ষাৎ (ভিডিও)

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ জুলাই, ২০২২

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শুক্রবার দেখা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বেথেলেহেমে বাইডেনকে স্বাগত জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। তারা সংক্ষিপ্ত একটি আলোচনায় বসেন।

আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এখনো ফিলিস্তিন এবং ইসরাইল আলাদা দুটি স্বাধীন দেশ নীতিকে সমর্থন করে।

তিনি আরও বলেন, ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরু করার বিয়ষটি এখনো শেষ হয়ে যায়নি।

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, এমন একটি রাজনৈতিক অবস্থা থাকতে হবে যেখানে ফিলিস্তিনিরা (স্বাধীনতার স্বাদ) দেখতে বা অন্তত অনুভব করতে পারবে। আমরা তাদের ভবিষ্যতকে নষ্ট হয়ে যেতে আশাহীনতার বিষয়টিকে প্রশ্রয় দিতে পারি না।

অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, তারা দেখতে চান যুক্তরাষ্ট্র ইসরাইলের অবৈধ বসতি স্থাপন এবং তাদের হামলা বন্ধ করতে পদক্ষেপ নেবে, যেন ফিলিস্তিনিদের তাদের বাড়ি থেকে উচ্ছেদ না করা যায়।

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শান্তি শুরু হবে।

তাছাড়া আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর হত্যার বিষয়টি নিয়ে কথা বলেছেন জো বাইডেন। তিনি জানিয়েছেন, শিরিনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে বাইডেন সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।

অপরদিকে, মধ্যপ্রচ্যে সফররত মার্কিন প্রেসিডেন্ট জোর বাইডেন ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য ১০ কোটি ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে অগাস্টা ভিক্টরিরিয়া হাসপাতাল পরিদর্শনকালে শুক্রবার এ ঘোষণা দেন বাইডেন। খবর আনাদোলুর।

বাইডেন বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে- পূর্ব জেরুজালেমের হাসপাতালটিতে আরও ১০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এর ফলে ফিলিস্তিনি লোকজন আরও বেশি চিকিৎসাসেবা পাবেন।

বাইডেন আরও বলেন, আমি চাই ইসরাইলিদের মতো ফিলিস্তিনি জনগণও একই ধরনের স্বাস্থ্যসেবা পাক। এ ক্ষেত্রে যাতে কোন ধরণের বৈষম্য না হয়।

শুক্রবার পূর্ব জেরুজালেম সফরের সময় কোন ইসরাইলি বা ফিলিস্তিনি নিরাপত্তারক্ষী সঙ্গে রাখেননি।

পূর্ব জেরুজালেমের পর বাইডেন ফিলিস্তিনের প্রাচীন শহর বেথেলহেম পরিদর্শন করেন।

https://www.facebook.com/pundrotvbd/videos/356538889995622

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST