1. shahajahanbabu@gmail.com : admin :
পদ্মা সেতুর উৎসবে মেতেছে বগুড়াবাসি - Pundro TV
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন



পদ্মা সেতুর উৎসবে মেতেছে বগুড়াবাসি

নাজমুল হাসান আনান
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জুন, ২০২২
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বগুড়াবাসির জন্য নানা আয়োজন করেছে বগুড়া জেলা প্রশাসন। আলতাফুন্নেছা খেলার মাঠে বিটিভির মাধ্যমে সরাসরি বড় পর্দায় দেখানো হয়।
শনিবার (২৫ জুন) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আলতাফুনেচ্ছা খেলার মাঠে গিয়ে শেষ হয়।
দুপুর ১২ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বেলুন, ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু সহ-সভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ন সাধারন সম্পাদক মনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু,  আওয়ামীলীগ নেতা সাগর কুমার রায়, আল রাজী জুয়েল, সুলতান মাহমুদ খাঁন রনি ,শুভাশিষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলুসহ অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী।
এছাড়াও শোভাযাত্রায় সরকারি, বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,  মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, শ্রমিক,সাংস্কৃতিক কর্মীসহ বগুড়ার  আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সন্ধ্যা ৬ টায় আলতাফুন্নেছা খেলার মাঠে মঞ্চে নাটিকা, নৃত্য ও কনসার্টের আয়োজন করা হবে এবং  রাত ১০ টায় বগুড়ার আকাশে আতশবাজি ফুটানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST