1. shahajahanbabu@gmail.com : admin :
ইউক্রেনে আরও সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া - Pundro TV
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন



ইউক্রেনে আরও সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জুন, ২০২২

ইউক্রেনে রাশিয়া আরও সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। টুইটারে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত নিয়মিত আপডেটে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায় বলে বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই আপডেটে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া সম্ভবত সাম্প্রতিক সপ্তাহগুলোতে তৃতীয় ব্যাটালিয়ন মোতায়েন করার প্রস্তুতি শুরু করেছে।

ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক এবং এর আশেপাশের অঞ্চলগুলো ধীরে ধীরে দখল করতে রাশিয়া তার মোট বাহিনীর অনুপাতে বেশি সেনা ও অস্ত্র ব্যবহার করছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

এদিকে, ইউক্রেনের মারিউপোল থেকে আটক দুই ব্রিটিশ নাগরিকের রাশিয়ার প্রক্সি আদালত খ্যাত দোনেৎস্ক পিপপলস রিপাবলিকের একটি আদালতে মৃত্যুদণ্ড দেওয়ার পর যুক্তরাজ্য এই আচরণ করছে বলে বলে রাশিয়ার দাবি।

এ ব্যাপারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে লিখেছেন, এই ধরনের ক্ষেত্রে ব্রিটেনের প্রতিক্রিয়া ‘প্রায়ই হিস্ট্রিরিয়াগ্রস্ত’।

এছাড়া, এই ব্যাপারে  ব্রিটেনকে দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) কর্তৃপক্ষের কাছে আপিল করা উচিত বলে জানিয়েছে রাশিয়া।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST