1. shahajahanbabu@gmail.com : admin :
মৌসুমিকে বিরক্ত করে চড় খেলেন জায়েদ, পিস্তল দেখিয়ে ওমর সানীকে হুমকি - Pundro TV
সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্নমৌসুমিকে বিরক্ত করে চড় খেলেন জায়েদ, পিস্তল দেখিয়ে ওমর সানীকে হুমকি

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১২ জুন, ২০২২

বউকে বিরক্ত করায় রেগে গিয়ে উত্যক্তকারীর গালে চড় মারলেম স্বামী। এরপর কোমর থেকে পিস্তল বের করে সেই স্বামীকে গুলি করার হুমকি দিলেন চড় খাওয়া ব্যক্তি। এ যেন কোন সিনেমারই অংশ! কিন্তু ঘটনা সত্যিই এবং ঘটনা ও এর প্রত্যক্ষদর্শণের সাথে যুক্ত সবাই বাংলাদেশের সিনেমা অঙ্গনেরই সুপারস্টার।

খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে।

সেই অনুষ্ঠানে ওমর সানি প্রবেশ করেই তার বউ মৌসুমিকে বিভিন্ন সময় উত্যক্তের দায়ে জায়েদ খানের গালে চড় মারেন।

এরপরেই নাকি জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে ওমর সানিকে গুলি করার হুমকি দেন।

শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের কাছে স্বীকার করে একাধিক সূত্র। এই ঘটনা ঘটার সময় তখন চলচ্চিত্র অভিনয়শিল্পীদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনেই এই ঘটনা ঘটেছে।

কিন্তু জায়েদ খান এ ঘটনাকে মিথ্যা বলে দাবি করে উড়িয়ে দিয়েছেন। প্রত্যক্ষদর্শী জানান, চড় মারার সময় জায়েদকে উদ্দেশ করে ওমর সানী বলেন, ‘তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব করবি না। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।”

সানীর চড় খাওয়া ও এমন সব কথা শুনে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, ‘গুলি করে দেব।’ ওমর সানী পাল্টা জায়েদ খানকে বলেন, ‘গুলি তোর …(প্রকাশ অযোগ্য)। তুই আমারে চিনস, আমি ওমর সানী।’

জায়েদের পিস্তল বের করা দেখে ডিপজল উঠে দাঁড়ান। বলেন, ‘এই, আমার বিয়ের অনুষ্ঠান। এত বড় অনুষ্ঠান। এত মানুষ ছিল, এসব কী।’

অনেক মানুষ থাকায় কেউ টের পায়নি। এরপর ওমর সানীকে ডেকে ডিপজল বলেন, ‘খাইয়া যাবা না?’ সানী বলেন, ‘আমার মাথা গরম। আমি খাব না।’ এরপর গাড়ি চালিয়ে বের হয়ে যান ওমর সানী। সাড়ে নয়টার দিকে ঘটনা ঘটেছে। ওমর সানী বের হওয়ার আধা ঘণ্টা পর জায়েদ খানও বের হয়ে যান।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST