1. shahajahanbabu@gmail.com : admin :
ইউক্রেনের জন্য ড্রোন কিনতে ইউরোভিশন ট্রফি বিক্রি - Pundro TV
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন

ইউক্রেনের জন্য ড্রোন কিনতে ইউরোভিশন ট্রফি বিক্রি

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মে, ২০২২

ইউরোভিশনে জয়ী ইউক্রেনের ব্যান্ড ‘কালুশ অর্কেস্ট্রা’ পুরস্কার হিসেবে পাওয়া ট্রফিটি বিক্রি করে নিজ দেশের সেনাবাহিনীর জন্য ড্রোন কেনার ঘোষণা দিয়েছে। পরে প্রতিযোগিতা থেকে পাওয়া মাইক্রোফোনের আদলে স্ফটিকের ট্রফিটি ৯ লাখ ডলারে বিক্রি করেছে ব্যান্ডটি।

ফেসবুকের মাধ্যমে এটি নিলামে বিক্রি করা হয়। খবর বিবিসির।

বার্লিনের ঐতিহাসিক ব্রান্দেনবুর্গ গেটে এক দাতব্য কনসার্টে সংগীত পরিবেশনের সময় এই নিলাম অনুষ্ঠিত হয়। কনসার্টের মাধ্যমে চিকিৎসাসেবা ও উপকরণের জন্য তহবিল সংগ্রহ করা হয়।

কনসার্টে ব্যান্ড সদস্য ওলেহ সিউক দর্শকদের এ যুদ্ধে অভ্যস্ত হয়ে না পড়ার আহ্বান জানান।
তিনি বলেন,’আমার মতে— যতদিন শান্তি না আসছে, ততদিন এটি (যুদ্ধের খবর) পত্রিকার প্রথম পাতায় থাকা উচিত।

পুরস্কারজয়ী ‘স্তেফানিয়া’ গানটি সিউক তার মায়ের প্রতি সম্মান জানানোর জন্য রচনা করেন। তবে সে গানে আমি সবসময় ভাঙা পথ ধরে তোমার পাশে হাঁটবোর মতো পঙক্তি থাকায় অনেকে একে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে একাত্ম্য হওয়ার আহ্বান হিসেবে বিবেচনা করছেন।

ইউক্রেনের টিভি উপস্থাপক সের্হেই প্রিতুলা ঘোষণা দেন, ট্রফি বিক্রির অর্থে তিনটি ইউক্রেনে নির্মিত পিডি-২ ড্রোন কেনা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
Developed By ATOZ IT HOST