1. shahajahanbabu@gmail.com : admin :
বুলেটপ্রুফ পোশাক পরে যুদ্ধের ময়দানে জেলেনস্কি - Pundro TV
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:১০ অপরাহ্ন



বুলেটপ্রুফ পোশাক পরে যুদ্ধের ময়দানে জেলেনস্কি

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মে, ২০২২

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো রাজধানী কিয়েভের বাইরে গেলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার বুলেটপ্রুফ ভেস্ট পরে যুদ্ধের ময়দানে যান তিনি। উত্তর-পূর্বাঞ্চলীয় যুদ্ধবিধ্বস্ত খারকিভ গিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। খবর আলজাজিরার।

ভিডিওতে দেখা গেছে, জেলেনস্কিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ঘুরিয়ে দেখাচ্ছেন ইউক্রেনীয় সেনারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির দপ্তর টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে ক্যাপশনে লেখা— খারকিভ এবং ওই অঞ্চলে দুই হাজার ২২৯ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আমরা অঞ্চলটিকে পুনর্গঠন করব এবং প্রাণ ফিরিয়ে আনব।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৬০ লাখেরও বেশি মানুষ। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি মানুষ। নিহত হয়েছেন ৪ হাজার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST