1. shahajahanbabu@gmail.com : admin :
তুরস্কের ওপর ‘প্রচণ্ড ক্ষেপেছেন’ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী - Pundro TV
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:৪০ অপরাহ্ন

তুরস্কের ওপর ‘প্রচণ্ড ক্ষেপেছেন’ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মে, ২০২২

সুইডেন-ফিনল্যান্ড সন্ত্রাসী সংগঠন পিকেকে-কে মদদ দেয় এবং পিকেকে সন্ত্রাসীদের প্রতিনিধিরাও সুইডেনের সংসদে আছে, তুরস্কের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই এমন দাবি করা হচ্ছে।

আর এমন দাবি করায় তুরস্কের ওপর প্রচণ্ড ক্ষেপেছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি টুইটে দেশটির ব্যাপক সমালোচনা করেন।

টুইটে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে বলেন, অসত্য খবর, যে গণতান্ত্রিক সুইডেনের রাজনীতিবীদরা জঙ্গী সংগঠন পিকেকের প্রতিনিধিত্ব করে। এগুলো গুরুতর অভিযোগ যার কোনো ভিত্তি নেই। আমাদের গণতান্ত্রিক সমাজে সন্ত্রাস, জঙ্গীবাদ এবং মৌলবাদের কোনো স্থান নেই।

ন্যাটোতে ফিনল্যান্ড-সুইডেন যোগ দিতে চাওয়ার পর এ কারণগুলো উল্লেখ করে তুরস্কের পক্ষ থেকে অসম্মতি জানানো হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বলেন, এ দেশগুলো সন্ত্রাসবাদের আতুরঘর।

এদিকে তুরস্ককে বোঝাতে দেশটিতে প্রতিনিধি পাঠিয়েছিল ফিনল্যান্ড ও সুইডেন।

তুরস্কের সঙ্গে এ দুটি দেশের প্রতিনিধিরা ৫ ঘণ্টা আলোচনা করেন।

কিন্তু আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। শুক্রবার এমনটি জানিয়েছেন তুরস্কের একজন উচ্চপদ্স্থ কর্মকর্তা।

তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, এটি কোনো সহজ প্রক্রিয়া নয়। তাদের কঠোর অবস্থান নিতে হবে, সেটি কঠিন। আরও আলোচনা হবে। কিন্তু মনে হচ্ছে না খুব শীঘ্রই এ নিয়ে তারিখ ঠিক হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
Developed By ATOZ IT HOST