1. shahajahanbabu@gmail.com : admin :
রাশিয়ার সম্পত্তি জব্দ করে ইউক্রেনকে দেওয়ার আহ্বান - Pundro TV
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন



রাশিয়ার সম্পত্তি জব্দ করে ইউক্রেনকে দেওয়ার আহ্বান

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ মে, ২০২২

জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শুক্রবার জার্মানিতে বৈঠক করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

আর এ বৈঠকে জি-৭ জোটের সাত দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদের দিমিত্রো কুলেবো অনুরোধ করেছেন, রাশিয়া ও রুশ ধনকুবেরদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা যেন ইউক্রেনকে দেওয়া হয়।

এ সম্পত্তির অর্থ ইউক্রেন পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে।

জি-৭ জোটটি গঠিত জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে নিয়ে।

এ ব্যাপারে টুইটারে দিমিত্রি পেসকোভ বলেছেন, জি-৭ জোটের নেতাদের সঙ্গে বৈঠকে আমি জোটের নেতাদের অনুরোধ করেছি রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করতে এবং সেগুলো ইউক্রেনকে দেওয়ার জন্য আমাদের দেশ পুনর্গঠন করতে।

তিনি টুইটে আরও বলেছেন, রাশিয়াকে অবশ্যই দাম দিতে হবে। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আর্থিকভাবে। জি-৭ জোটের নেতারা আমাদের অনুরোধে যে প্রতিক্রিয়া দেখিয়েছে তার জন্য তাদের ধন্যবাদ জানাই।

অপরদিকে এ প্রস্তাব নিয়ে সাংবাদিকদের দিমিত্রি পেসকোভ বলেছেন, কানাডা ইতিমধ্যেই এটি করেছে। আমার বিশ্বাস অন্যরাও আগে পরে এই একই সিদ্ধান্তে পৌঁছাবে।

এদিকে কয়েকদিন আগে কানাডা আইন করে, তাদের দেশে থাকা রাশিয়ার ধনকুবেরদের বাজেয়াপ্ত সম্পত্তিগুলো ইউক্রেনকে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST