ছোট ও বড়পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের খবর এসেছে গণমাধ্যমে; তবে বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার কিছুই করেননি তিনি।
শুক্রবার বিয়ের খবর প্রকাশে আসার পর শনিবার এক বিবৃতি দিয়েছেন ‘দেবী’ চলচ্চিত্রের এ অভিনেত্রী; তবে তাতে সত্যাসত্য নিশ্চিত করেননি ফারিয়া।
শবনম ফারিয়া বলেন, “এখন যদি বিয়ে হয়ে না থাকে এই সংবাদ নিয়ে কোনো মন্তব্য করার কিছু নাই। আর যদি বিয়ে হয়েই থাকে তাহলে তো হলোই; আর কোনো মন্তব্যেরও দরকার নাই।”
দুই মাস আগে ঘরোয়া আয়োজনে প্রেমিক জাহিন রহমানের সঙ্গে ফারিয়া গাঁটছড়া বেঁধেছেন বলে খবর এসেছে গণমাধ্যমে; এর আগে বৃহস্পতিবার ইনস্টাগ্রামে স্টোরিতে জাহিনের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন ফারিয়া।
গত ভালোবাসা দিবসে ইনস্টাগ্রাম স্টোরিতে জাহিনের সঙ্গে একটি শর্ট ভিডিও (বুমেরাং) প্রকাশ করেছিলেন ফারিয়া; তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ডানা মেলেছিল।
তবে ফারিয়া বরাবরই মুখে কুলপ এঁটেছিলেন; এবারও সেই পথেই হাঁটলেন তিনি।
“আমার যখন সময় আসবে, আমি নিজ থেকেই যা যা জানানো প্রয়োজন মনে করি, করব। কিন্তু এই মুহূর্তে কোনো মন্তব্য আমি করব না।”
২০১৯ সালের ফেব্রুয়ারিতে বেসরকারি চাকরিজীবী হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন ফারিয়া। গত বছর তাদের বিচ্ছেদ হয়।