1. shahajahanbabu@gmail.com : admin :
এ আর রহমানের মেয়ের বিয়ে - Pundro TV
রবিবার, ১৬ জুন ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্নএ আর রহমানের মেয়ের বিয়ে

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৭ মে, ২০২২

অস্কারজয়ী এ সংগীত তারকা ছবিটি শেয়ার করে লিখেছেন, “সর্বশক্তিমান যেন এই দম্পতির মঙ্গল করেন… ।”

এনডিটিভি জানিয়েছে, এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান বিয়ে করেছেন তার প্রেমিক অডিও ইঞ্জিনিয়ার রিয়াসদিন শেষ মোহাম্মদকে। খাতিজা তার বাবার মতই একজন সংগীত শিল্পী। ‘রক এ বাই বেবি’সহ কয়েকটি গান করেছেন তিনি।

বিয়ের অনুষ্ঠানের পারিবারিক একটি ছবির এক পাশে এ আর রহামনের প্রয়াত মায়ের একটি পোর্ট্রেটও রাখা দেখা গেছে।

ওই ছবিতে কনের সাজে সোফায় বসে খাতিজা, পাশে বর বেশে রিয়াসদিন। পেছনে এ আর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা দাঁড়িয়ে।

রিয়াসদিনের সঙ্গে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন খাতিজা। সেখানে তিনি লিখেছেন, “আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত দিন আজ। বিয়ে হল আমার মনের মানুষ রিয়াসদিনের সঙ্গে।”

এ আর রহমানের পোস্টে মন্তব্যের অংশে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি লিখেছেন, “ঈশ্বর এই দম্পতির মঙ্গল করুন।”

চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর লিখেছেন, “অভিনন্দন মিস্টার এবং মিসেস এ আর রহমান, এই দম্পতির সুখী এবং আনন্দময় জীবন কামনা করছি।”

পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং প্রিয়জনদের উপস্থিতিতে খাতিজা ও রিয়াসদিনের বাগদান হয় গত বছরের ২৯ ডিসেম্বরে। সেদিন ছিল খাতিজার জন্মদিন। সে সময় এক পোস্টে খাতিজা নিজেই সুখবরটি দিয়েছিলেন।

এ আর রহমান ও সায়রা বানু দম্পতির তিন সন্তানের মধ্যে খাতিজা ছাড়া বাকি দুজন হলেন রহিমা ও আমান।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST