1. shahajahanbabu@gmail.com : admin :
বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার - Pundro TV
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১ মে, ২০২২

বাংলাদেশের আকাশে আজ কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার (৩ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিন থেকে আরবি ১৪৪৩ হিজরি সন গণনা শুরু হবে।

রোববার (১ মে) ৭টা ৪৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এদিন সন্ধ্যা ৭টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বৈঠকে বসে কমিটি। এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৩ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। মঙ্গলবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
Developed By ATOZ IT HOST