পাকিস্তানকে আট বিলিয়ন ডলারের বড় ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। পাকিস্তানের রুগ্ন অর্থনীতির জন্য এই অর্থ খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
পাকিস্তানকে দেয়া সৌদি আর্থিক সহায়তার মধ্যে রয়েছে তেলে অর্থায়ন সুবিধা দ্বিগুণ করা, ডিজোপিট বা সুকুকের মাধ্যমে অর্থ প্রদান, বিদ্যমান ৪.২ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানো।
অবশ্য, কারিগরি জটিলতার কারণে আর্থিক সহায়তার চুক্তি হয়নি। কয়েক সপ্তাহের মধ্যেই চুক্তি হবে বলে ধারণা করা হচ্ছে। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সফরসঙ্গীদের বেশির ভাগই সৌদি আরব ত্যাগ করলেও অর্থমন্ত্রী মিফতা ইসমাইল সেখানে থেকে গেছেন। তিনি আর্থিক প্যাকেজের ব্যাপারে আরো আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।