1. shahajahanbabu@gmail.com : admin :
‘জাতীয় নির্বাচনের আগে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ হবে’- রেলমন্ত্রী। ভিডিও - Pundro TV
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন



‘জাতীয় নির্বাচনের আগে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ হবে’- রেলমন্ত্রী। ভিডিও

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

আগামী জাতীয় নির্বাচনের আগেই বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পাশাপাশি বগুড়া-সিরাজগঞ্জ রুটে শেরপুর, চাঁন্দাইকোনা, রায়গঞ্জ, কৃষাণদিয়া ও সদানন্দপুরে স্টেশন স্থাপন করা হবে। প্রস্তাবিত ৮৪ কিলোমিটার রেলপথের জন্য ৯৬০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বগুড়ায় ৫২ কিলোমিটার রেলপথের জন্য ৫১০ একর এবং সিরাজগঞ্জের ৩২ কিলোমিটারের জন্য ৪৫০ একর জমি অধিগ্রহন করা হবে।

এসময় মন্ত্রী বলেন, এই প্রকল্পের কিছু জটিলতা ছিল। সেসব জটিলতা কেটে গেছে। এছাড়াও প্রকল্প এলাকার সুবিধা ও অসুবিধা দেখতে এসেছি। খুব দ্রুত রেলপথ নির্মাণের কাজ শুরু হবে।

শনিবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে বগুড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

বগুড়া ও সিরাজগঞ্জের মধ্যে সরাসরি এই রেল যোগাযোগ চালু হলে রাজধানী ঢাকার সাথে বগুড়ার রেলপথের দৈর্ঘ্য ১১২ কিলোমিটার কমে ২১২ কিলোমিটার হবে। একই সাথে এ রেল রুটে সময়ও তিন ঘণ্টা কমে যাবে। এ রুটের মাধ্যমে ঢাকার সাথে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আশপাশের এলাকার সরাসরি রেল যোগাযোগ নিশ্চিত হবে।

https://www.facebook.com/pundrotvbd/videos/1447033252410562

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST