আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘সান বাংলায়’ আগামী ২৪ এপ্রিল থেকে প্রথমবারের মত সঞ্চালোকের ভূমিকায় দেখা যাবে জীবনমুখী গানের জনপ্রিয় এই শিল্পীকে।
নচিকেতা তার শোর নাম রেখেছেন ‘খুলে বলুন’। দেশ-রাজনীতি, ব্যক্তিগত যন্ত্রণা, সব নিয়েই সেখানে কথা হবে। উপস্থিত থাকবে নানা বয়সের মানুষ। তবে অনুষ্ঠানের আগাম কোনো চিত্রনাট্য থাকবে না।
প্রতিটি শোতে একটি করে বিষয় ঠিক করে দেওয়া হবে। সেই বিষয়কে নিয়ে অনুষ্ঠানে দাঁড়িয়েই গান বেঁধে গাইবেন নচিকেতা। দর্শকদের অনুরোধে অন্য গানও হয়ত শোনাবেন।
“বাকিটা ঠিক করব মঞ্চে দাঁড়িয়ে। বিতর্কের ঝড় উঠুক। সেটাই চাই। জমে থাকা আবেগ, অনুভূতি মুক্তি পাক এই মঞ্চে। আমি সবার সব প্রশ্নের উত্তর দেব,” বলছেন নচিকেতা।
ট্রেইলারে দেখা গেছে, মনের কথা খুলে বলতে শহরের মানুষের কাছে অনুরোধ রাখছেন এই গায়ক। তার পরিকল্পনা হল, শহরের নানা প্রান্তে তিনি ছড়িয়ে পড়বেন, শুনবেন সাধারণ মানুষের কথা।
দুই বাংলায় নচিকেতার খ্যাতি ছড়িয়ে পড়ে ১৯৯৩ সালে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম বের হওয়ার পর। এরপর তার আরও ১৮টি একক অ্যালবাম বেরিয়েছে। মিশ্র অ্যালবামও আছে কিছু।
‘নীলাঞ্জনা’, ‘যখন সময় থমকে দাঁড়ায়’, ‘অনির্বাণ’, ‘বৃদ্ধাশ্রম’সহ বিখ্যাত সব গানের এই গায়ক চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হঠাৎ বৃষ্টি সিনেমায় সংগীত পরিচালনার পাশাপাশি নিজেও গেয়েছেন। গান করেছেন বলিউডের সিনেমাতেও।
গানে, কবিতায় আর রাজনীতির মাঠে স্বচ্ছন্দ্য এই গায়কের কাছে আনন্দবাজারের প্রশ্ন ছিল, সঞ্চালনা নিয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী?
নচিকেতার উত্তার: “আমি কিন্তু ভিতরে ভিতরে ভয়ানক চাপে রয়েছি। সব কিছু গুছিয়ে করতে পারব তো? এক দুটো পর্ব গেলে বুঝব সাধারণের কাছে আমার গ্রহণযোগ্যতা কেমন। তখন একটু স্বস্তি পাব।”
আনন্দবাজার লিখেছে, ইতোমধ্যে দর্শকরা স্টার জলসায় অভিনেতা দেবশঙ্করের ‘আপনি কি বলেন’ এবং জি বাংলায় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির ‘দাদাগিরির’ সঙ্গে নচিকেতার শো নিয়ে তুলনা টানছেন।
নচিকেতার উত্তর, “ওরা চিত্রনাট্য অনুযায়ী পুরোপুরি সঞ্চালনা করেন। আমার শো-তে আমিই শেষ কথা। যা করব, আমিই করব।”
তাহলে কোনো চিত্রনাট্য থাকবে না? আনন্দবাজারের এ প্রশ্নে তিনি বললেন, “আমার জীবনের চিত্রনাট্য আজ পর্যন্ত কেউ লিখতে পারল না আর শো-এর চিত্রনাট্য। অনুষ্ঠানে এসে তৎক্ষণাৎ যেটা মনে হবে, সেটাই করব।”