1. shahajahanbabu@gmail.com : admin :
আসছে ফেলুদার নতুন সিনেমা - Pundro TV
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন



আসছে ফেলুদার নতুন সিনেমা

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

সত্যজিৎপুত্র সন্দীপ রায় আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, নতুন সিনেমা হত্যাপুরীর ‍শুটিং মে মাসে শুরু করছেন তিনি।

সত্যজিৎ রায় হত্যাপুরীর গল্প সাজিয়েছিলেন পুরীর ঘটনা নিয়ে। সেজন্য শুটিং করতে সদলবলে পুরীতে যাচ্ছেন সন্দীপ।

তিনি বলেছেন, “আমি এবং আমার দল ইতোমধ্যেই পুরীতে গিয়ে শুটিংয়ের জায়গা দেখে এসেছি। মে মাসের শেষ থেকে শ্যুটের ইচ্ছে। যত দ্রুত সম্ভব শ্যুট শেষ করতে চাই।”

আগামী ডিসেম্বরে বড়দিনেই নতুন ফেলুদাকে সবার সামনে আনার ইচ্ছা রয়েছে সন্দীপের।

তবে রহস্যভেদী নতুন ফেলুদা কে হচ্ছেন, তাতে এখনও রহস্যই রেখে দিয়েছেন নির্মাতা।

সত্যজিতের পুত্রবধূ ললিতা রায় আনন্দবাজারের প্রশ্নে বলেছেন, “আর হাতে গোনা কয়েকটি দিন। তার পরেই প্রকাশ্যে আসবে নতুন ফেলুদার নাম। পরিচালক এবং প্রযোজনা সংস্থা এসভিএফ একযোগে নাম ঘোষণা করবেন।”

সন্দীপ বলেছিলেন, “ফেলুদা চরিত্রে এমন কাউকে বাছতে চলেছি, যার চেহারায় একই সঙ্গে খেলোয়াড়ের মতো ক্ষিপ্রতা এবং বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণতার মিশেল থাকবে।”

২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত সন্দীপ নির্মিত সাতটি ‘ফেলুদা’ সিনেমায় প্রদোষ মিত্তির ফেলুর চরিত্রে দেখা গেছে সব্যসাচী চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায়কে।

আর সত্যজিৎ রায়ের ফেলুদা ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST