দুদিন আগে ইটের আঘাতে আহত ২৬ বছর বয়সী এই তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার ভোর ৪টা ৩৫ মিনিটে সেখানেই তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
নিউ মার্কেট এলাকার দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এ নিয়ে দুই জনের মৃত্যু হল।
সংঘর্ষে আহতদের মধ্যে নাহিদ মিয়া নামের ১৮ বছর বয়সী এক তরুণ, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। তিনি এলিফ্যান্ট রোডের ডাটা টেক কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানের ডেলিভারি অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করতেন।