1. shahajahanbabu@gmail.com : admin :
২১ এপ্রিল জনগণের জন্য ‘আরও বড় চমক’ নিয়ে আসছেন ইমরান খান - Pundro TV
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন



২১ এপ্রিল জনগণের জন্য ‘আরও বড় চমক’ নিয়ে আসছেন ইমরান খান

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

অনাস্থা ভোটে ক্ষমতা হারানো পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ২১ এপ্রিল জনগণের জন্য আরও বড় চমক নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন ফারুখ হাবিব নামে ইমরানের দল পিটিআইয়ের একজন সিনিয়র নেতা।

২১ এপ্রিল লাহোরে জনসভা করবেন ইমরান। ফারুখ হাবিব জানান, সেদিন লাহোরের মিনার-ই-পাকিস্তানে জনগণের উদ্দেশে বড় ঘোষণা দেবেন সাবেক প্রধানমন্ত্রী।

হাবিব বলেন, এই ঘোষণাটি ইমরান খানের আগের সকল চমকের চেয়েও বড় চমক হবে। ইতিমধ্যেই তারা তাদের বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। তারা বিভিন্ন জায়গায় জনসভা করবেন। নারী, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের নিয়ে আলাদা সভা করবেন। ১৬ তারিখে করাচিতে, এরপর ২১ তারিখে লাহোরে এবং ২৩ তারিখে আরেকটি শহরে জনসভা করবেন ইমরান খান।

ফারুখ হাবিব আরও বলেন, আমরা শাহবাজ শরীফকে স্পষ্ট বার্তা দিতে চাই। পাকিস্তানে কোনো আমদানিকৃত সরকার চলবে না। আমরা সরকারকে তাদের কার্যক্রম চালাতে দেবো না। সূত্র: পাকিস্তান টুডে

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST