ইমরান খান নেতৃত্বাধীন জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, সেনাবাহিনীর সঙ্গে যেসব ভুল বোঝাবুঝি আছে সেগুলো অবসান করতে চান তারা।
বুধবার এমন কথা বলেন আওয়ামী মুসলিম লিগ ও ইমরান খানের ঘনিষ্ঠ এ নেতা।
ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর সেনাবাহিনীকে দোষারোপ করছেন তার সমর্থকরা।
রোববার যখন তার সমর্থনে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন, তখন অনেকে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
এ বিষয়টি শেখ রশিদকে জিজ্ঞেস করেন একজন সাংবাদিক। এর জবাবে তিনি বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া উচিত না।
তখনই তিনি জানান, তারাও সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন এবং যেসব ভুল বোঝাবুঝি আছে সেগুলো মিটিয়ে ফেলবেন।
এ ব্যাপারে শেখ রশিদ বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া উচিত না।
তিনি জানান, আগে মুসলিম লিগ-এন এর নেতারা ও শাহবাজ শরীফ সেনাবাহিনীকে গালাগাল দিত। তারা যেহেতু এখন ভালো সম্পর্ক গড়ে তুলেছে তখন ইমরান খানের নেতৃত্বাধীন জোটেরও সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত।
শেখ রশিদ বলেন, যদি যারা আগে সেনাবাহিনীকে গালাগাল দিত তারা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে। তাহলে আমাদেরও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ভালো সম্পর্ক গড়া উচিত।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটাচ্ছে মুসলিম লিগ-এন। তারা হলো সেই ব্যক্তি যারা আগে লন্ডন ও গুজরানওয়ালা থেকে সেনাদের গালি দিত এখন তাদের বুট পালিশ করছে।