1. shahajahanbabu@gmail.com : admin :
ভালেন্সিয়া না এলে ৩ পয়েন্ট আবাহনীর - Pundro TV
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন



ভালেন্সিয়া না এলে ৩ পয়েন্ট আবাহনীর

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১১ এপ্রিল, ২০২২

সিলেট জেলা স্টেডিয়ামে আগামী মঙ্গলবার এএফসি কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুই দলের। কদিন ধরে সিলেটে অনুশীলন করছে আবাহনী। সোমবার সিলেটে আসার কথা ভালেন্সিয়ার। কিন্তু তাদের না আসা নিয়ে রোববার দিনভর গুঞ্জন চলেছে।

মালদ্বীপের একটি দৈনিক নাম উল্লেখ না করে ভালেন্সিয়ার এক অফিসিয়ালের উদ্ধৃতি দিয়ে লিখেছে, আর্থিক সমস্যার কারণে আসতে পারছে না ক্লাবটি। বিষয়টি তারা এএফসিকে জানিয়েছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি সুত্র গণমাধ্যমকে জানিয়েছে, এএফসির কাছ থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা।

“ভালেন্সিয়া এএফসিকে চিঠি দিয়ে তাদের আর্থিক সমস্যার কারণে আসতে না পারার কথা জানিয়েছে। এজন্য তারা দুঃখ প্রকাশ করেছে। বিষয়টি এএফসি আমাদেরকেও আনঅফিসিয়ালি জানিয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST