1. shahajahanbabu@gmail.com : admin :
রসালো ফল: মধ্যবিত্তের নাগালের বাইরে। ভিডিও - Pundro TV
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন



রসালো ফল: মধ্যবিত্তের নাগালের বাইরে। ভিডিও

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১০ এপ্রিল, ২০২২

রমজানের বাজারজুড়ে নানা ধরণের ফলের আমদানি হলেও অনেকের কাছেই তা ক্রয় ক্ষমতার বাইরে। বর্তমানে চলছে ফলের মৌসুম। এসময় ফলের দাম নাগালের মধ্যে থাকাই স্বাভাবিক। কিন্তু তরমুজ, আনারস, আম, আতা, পেয়ারা, ড্রাগন, কলাসহ সব ফলই যেন উচ্চবিত্তদের জন্য। মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের কাছে মৌসুমি ফল যেন এখন সোনায় সোহাগা। তবে ব্যবসায়ীরা বলছেন ফলের দাম এখনো রয়েছে স্বাভাবিক পর্যায়েই। ব্যপক হাড়ে বিক্রির কথাও জানান তারা।

রমযান শুরু আগেই যে ফলগুলোর দাম ছিল স্বাভাবিক পর্যায়ে রমযান মাসে সেগুলোর হঠাতই পরিবর্তন। আর এতে ইফতারে সখের ফলে প্রশান্তি পাবেন, এমন স্বস্তি হারাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা। বগুড়া শহরের ফলের দোকান ও বাজার ঘুরে দেখা যায় এমনই চিত্র।

ইফতারে ফলমুল কিনে পরিবারকে খুশি করবেন, এমন আশায় আগ্রহ নিয়ে বাজারে আসলেও দাম শুনে ফিরে যেতে হচ্ছে অনেককে।

রমজান চলাকালীন ফলের এই আকাশ ছোঁয়া দামে রীতিমতো বিপাকে পড়েছে খেঁটে খাওয়া সাধারণ মানুষ। তাই ফলের এই লাগামহীন মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করে একটি সমাধানই প্রত্যাশা সর্বসাধারণের।

https://www.facebook.com/pundrotvbd/videos/1109530436569739

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST