1. shahajahanbabu@gmail.com : admin :
বিয়ে করছেন দেব? - Pundro TV
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ অপরাহ্নবিয়ে করছেন দেব?

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১০ এপ্রিল, ২০২২

২৯ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাচ্ছে দেব-রুক্মিণী জুটির সিনেমা ‘কিশমিশ’; সিনেমা মুক্তির দিনই দেব তার প্রেমিকার সঙ্গে সাত পাকে ঘোরার ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা ও আজকাল।

শনিবার দক্ষিণ কলকাতার এক শপিং মলে বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে এ ঘোষণা দেন ভারতের সংসদ সদস্য দেব।

তবে দেব সত্যিই বিয়ে করছেন নাকি সিনেমার প্রচারের জন্য এমন ঘোষণা দিয়েছেন- এখনও তার কোনো কিনারা করতে পারেনি পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো।

টালিগঞ্জে তুমুল আলোচনার মধ্যে দৈনিক আজকালের একটি সূত্রের বরাতে জানিয়েছে, “ছবিতে দেব-রুক্মিণীর বিয়ের একটি দৃশ্য সম্ভবত রয়েছে। সেই বিয়ের কথাই কি দেবের মুখে শোনা গেল নাকি সত্যি সত্যিই ছবি মুক্তির দিনেই গাঁটছড়া বাঁধছেন তারা?”

ধাঁধার উত্তর খুঁজতে নিখাঁদ প্রেমের সিনেমা ‘কিশমিশ’-এর মুক্তির দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে দেব-রুক্মিণীর অনুরাগীদের।

সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল মুখোপাধ্যায়।

এর আগে একবার বিয়ে নিয়ে রীতিমতো নাটক করেছিলেন সিনেমোর অভিনেতা দেব; ইনস্টাগ্রামে ‘শুভ বিবাহ’ লেখা একটি আমন্ত্রণপত্র প্রকাশের পর গণমাধ্যমের খবরে এসেছিল, দেব-রুক্মিণীর বিয়ের আমন্ত্রণপত্র ছিল সেটি।

পরে দুঃখপ্রকাশ করে দেব খোলাসা করেছিলেন, সেটি তার প্রযোজনায় নির্মিত ‘টনিক’ সিনেমার প্রচারের জন্য পোস্ট করেছিলেন।

দেবের সঙ্গে ‘চ্যাম্প’ অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটেছে রুক্মিনীর। রুক্মিণী সিনেমার নাম লেখানোর আগে থেকেই তাদের প্রেমের সম্পর্ক ছিল।

‘ককপিট’, ‘কবির’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এ জুটিকে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST