1. shahajahanbabu@gmail.com : admin :
বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে বগুড়া জেলা রোভারের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ভিডিও - Pundro TV
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন



বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে বগুড়া জেলা রোভারের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ভিডিও

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ শনিবার, ৯ এপ্রিল, ২০২২

বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভারের আয়োজনে ০৮ এপ্রিল , ২০২২ ইং স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল স্কাউটস ওন ও ইফতার মাহফিল

স্কাউটস ওন স্কাউটের একটি নিজস্ব অনুষ্ঠান।স্কাউট ওন আধ্যাত্মিক উন্নয়নে ভূমিকা রাখে।  এতে সকল ধর্মের লোকের আচার অনুষ্ঠান, চিন্তা-চেতনা ফুটে ওঠে। ফলে স্কাউটরা বুঝতে পারে যে, সকল ধর্মের মহান ব্যক্তিগণের জীবনাদর্শের সাথে স্কাউটিং এর অপূর্ব মিল রয়েছে। স্কাউটস ওনে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করতে পারে।

বগুড়া জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন  এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ।স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর সন্তোষ কুমার চৌধুরী এল টি।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের সহ-সভাপতি অধ্যক্ষ রেজাউল বারী, প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুস ছামাদ, সম্পাদক  স্কাউটার মোহাম্মদ এমদাদুল হক,   যুগ্ম সম্পাদক স্কাউটার আরিফুর রেজা এএলটি, কোষাধ্যক্ষ স্কাউটার সৈয়দ মোস্তফা কামাল,  সহকারী কমিশনার স্কাউটার আবুল কালাম আজাদ, সভাপতি  প্রতিনিধি মোঃ নূরুন্নবী, এ এল টি প্রতিনিধি স্কাউটার  জহুরুল ইসলাম, আর এস এল প্রতিনিধি স্কাউটার মাহমুদুল্লাহ কাফি।এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রেজাউল আখলাক, স্কাউটার মোকছেদ আলী।অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা রোভার লিডার স্কাউটার নূর উদ্দীন মোহাম্মদ আলমগীর।

এছাড়াও বিভিন্ন ইউনিট থেকে আগত রোভাররাও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ  করেন। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে রোভাররা বিভিন্ন ভক্তিমূলক গান, উপাখ্যান পাঠ করেন। সমবেতভাবে স্কাউট প্রতিজ্ঞা পাঠ শেষে স্কাউটস ওনের মূল্যায়ন পর্ব শুরু হয়। আগত অতিথিগণ অনুষ্ঠানের মূল্যায়ন করেন। সর্বশেষ নিরব প্রার্থনা ও ইফতার এবং দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়। ইফতার এবং দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন স্কাউটার ড. শফিকুল ইসলাম।  এর আগেবাংলাদেশ স্কাউটস দিবস  উদযাপনের অংশ হিসেবে পতাকা উত্তোলণ, মাস্ক বিতরণ সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয় রোভার স্কাউটরা।

https://www.facebook.com/pundrotvbd/videos/977921059593814

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST