1. shahajahanbabu@gmail.com : admin :
চেরনোবিল ছেড়েছেন রুশ সেনারা - Pundro TV
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:০৪ পূর্বাহ্ন

চেরনোবিল ছেড়েছেন রুশ সেনারা

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী নিয়ন্ত্রণে নিয়েছেন রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছেন বহু মানুষ।

এমন পরিস্থিতির মাঝেই ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা বলেছে, চেরনোবিলের কর্মীরা জানিয়েছেন— বিদ্যুৎকেন্দ্রের ভূখণ্ডে আর কোনো বহিরাগত নেই।

এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ বাহিনী চেরনোবিল বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ হস্তান্তর করেছে। পাশাপাশি সেনাদের সরিয়ে নিয়েছে রাশিয়া।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানিয়েছে, তারা আগামী কয়েক দিনের মধ্যেই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তাদের প্রথম সহায়তা পাঠাবে।

উল্লেখ্য, রাশিয়ান সেনারা ইউক্রেন অভিযানের শুরুতে চেরনোবিল দখলে নেয়। তবে সম্প্রতি রাশিয়া বলেছে, উত্তর ইউক্রেনে তাদের কার্যক্রম কমিয়ে দেবে এবং পূর্ব ডনবাস অঞ্চলে তারা তৎপরতা চালাবে। আর চেরনোবিল কিয়েভের উত্তরে অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
Developed By ATOZ IT HOST