1. shahajahanbabu@gmail.com : admin :
ইমরানের ভাগ্য নির্ধারণী অধিবেশন স্থগিত ২৮শে মার্চ পর্যন্ত ! - Pundro TV
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:৩০ অপরাহ্ন

ইমরানের ভাগ্য নির্ধারণী অধিবেশন স্থগিত ২৮শে মার্চ পর্যন্ত !

অলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন ছাড়াই মুলতবি ঘোষণা করা হয়েছে পার্লামেন্টের অধিবেশন। আগামি ২৮শে মার্চ আবারও অধিবেশন বসবে। আজ শুক্রবারের অধিবেশনে ইমরান খানের ভাগ্য নির্ধারনের কথা থাকলেও আপাতত সেটি পিছিয়ে দিলেন স্পিকার আসাদ কায়সার। এ খবর দিয়েছে ডন।

এর আগে পাকিস্তান সময় শুক্রবার সকাল ১১টায় অধিবেশন শুরু হয়। পূর্ব নির্ধারিত এই অধিবেশনে কুরআন তেলওয়াতের পর ধর্মমন্ত্রী নুরুল হক কাদরি মৃত আইনপ্রনেতা খায়াল জামানের জন্য উপস্থিত সদস্যদের নিয়ে দোয়া করেন। এই অধিবেশনে সরকারি দল পিটিআই’র তরফ থেকে যোগ দেন শাহ মাহমুদ কুরেশি, শিরিন মাজারি, আসাদ উমর এবং আলি মুহাম্মদ খান। বিরোধী নেতাদের মধ্যে উপস্থিত হন পিপিপি দলের চেয়ারম্যান বিলালওয়াল ভুট্টো এবং সহকারী আসিফ আলি জারদারি।

উল্লেখ্য, গত ৮ মার্চ পাকিস্তানের সংবিধানের ৫৪ ধারার অধীনে বিরোধী দলগুলোর সম্মিলিত এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি অনাস্থা ভোটের জন্য প্রস্তাব জমা দেয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
Developed By ATOZ IT HOST