1. shahajahanbabu@gmail.com : admin :
ইউভেন্তুস ছাড়ছেন দিবালা ভিডিওসহ - Pundro TV
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন

ইউভেন্তুস ছাড়ছেন দিবালা ভিডিওসহ

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ মার্চ, ২০২২

২০১৫ সালের জুনে পালেরমো থেকে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে যোগ দেওয়া দিবালা দলটির হয়ে এ পর্যন্ত সেরি আয় ২০২ ম্যাচে গোল করেছেন ৮০টি।

তুরিনের ক্লাবটির শুরুর তিন মৌসুম মাঠে দুর্দান্ত ছিলেন দিবালা। এরপর ছন্দ হারাতে শুরু করেন তিনি। ২০১৮ সালে ক্রিস্তিয়ানো রোনালদো দলটিতে যোগ দেওয়ার পর শুরুর একাদশে অনিয়মিত হয়ে পড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২০২০-২১ মৌসুমে তো দলেই ছিলেন না নিয়মিত।

চলতি মৌসুমে চোটের সঙ্গেও লড়তে হচ্ছে তাকে। প্রায় এক মাস পর গত রোববার লিগে সালেরনিতানার বিপক্ষে শুরুর একাদশে ফেরেন দিবালা এবং দলের ২-০ ব্যবধানে জেতা ম্যাচে প্রথম গোলটি করেন তিনি।

এবারের লিগে সতীর্থ ফরোয়ার্ড আলভারো মোরাতার সমান আট গোল করেছেন ২৮ বছর বয়সী দিবালা।

বেশ কিছুদিন ধরেই দিবালার ভবিষ্যৎ নিয়ে নানারকম গুঞ্জন শোনা যাচ্ছিল। মার্কার খবর, সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দিবালার প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু দুই পক্ষের দাবি না মিললে ভেস্তে যায় চুক্তির প্রক্রিয়া।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
Developed By ATOZ IT HOST