1. shahajahanbabu@gmail.com : admin :
পুতিনকে ক্ষমতাচ্যুত করার আহ্বান মার্কিন সিনেটরের - Pundro TV
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন



পুতিনকে ক্ষমতাচ্যুত করার আহ্বান মার্কিন সিনেটরের

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ মার্চ, ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করতে রুশ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, বর্তমানে বিশ্বে যে অস্থির অবস্থা চলছে, তা বন্ধ করতে  একটি পথই খোলা, আর সেটা হচ্ছে— পুতিনকে ক্ষমতাচ্যুত করা। খবর আনাদোলুর।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। পরে তিনি এ নিয়ে একটি টুইটবার্তাও পোস্ট করেন। টুইটবার্তায় তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দেশটির জনগণের উচিত পুতিন সরকারের পতন ঘটানো।

তিনি আরও উল্লেখ করেন, ১৯৪৪ সালে হিটলারকে হত্যার চেষ্টা করেছিলেন তৎকালীন জার্মান সেনা কর্মকর্তা ক্লস ভন স্টাফেনবার্গ। সাউফ ক্যারোলিনা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিক দলের এ সিনেটর রুশ জনগণের প্রতি এ আহ্বান জানান।

জাতিসংঘের হিসাবমতে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে দেশটির ২২৭ জন বেসামরিক লোক নিহত এবং ৫২৫ জন আহত হয়েছেন। তবে ইউক্রেনের দাবি-রুশ হামলায় এ পর্যন্ত ২ হাজার মানুষ নিহত হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST