1. shahajahanbabu@gmail.com : admin :
তৃণমূলের প্রচারে অংশ নিলেন শ্রাবন্তী।। ভিডিও - Pundro TV
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন



তৃণমূলের প্রচারে অংশ নিলেন শ্রাবন্তী।। ভিডিও

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। আট মাস পর বিজেপি ছাড়ার ঘোষণা দেন তিনি। এবার তাকে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রচারমঞ্চে। বহরমপুর পৌরসভার ভোটে তৃণমূলের হয়ে প্রচারে অংশ নিয়েছেন শ্রাবন্তী।

গত বুধবার বিকেল থেকে বহরমপুর পৌরসভার ৭, ১৪, ১৫, ২৫, ২৮-সহ বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারে যোগ দেন শ্রাবন্তী। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়, ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমুল প্রার্থী সুব্রত দাস এবং ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রিতা হালদারের ভোট প্রচারে অংশ নেন।

তৃণমূলের প্রচারে অংশ নিয়ে শ্রাবন্তী বলেন, ‘বহরমপুরে প্রথম প্রচারে এসে খুব ভাল লাগছে, ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে শহরের মানুষের মধ্যে।’ পাশাপাশি আগামী ২৭ ফেব্রুয়ারি তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ১ মার্চ বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রে তাকে প্রার্থী করে বিজেপি। কিন্তু তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি।

সবশেষ ১১ নেভেম্বর  বিজেপি ছাড়ার ঘোষণা দিয়েছেন শ্রাবন্তী।

https://www.facebook.com/pundrotvbd/videos/287495360079763

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST