1. shahajahanbabu@gmail.com : admin :
বুস্টার ডোজ থাকলে ভারতে যেতে লাগছে না কোভিড টেস্টের সনদ - Pundro TV
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৫ অপরাহ্ন



বুস্টার ডোজ থাকলে ভারতে যেতে লাগছে না কোভিড টেস্টের সনদ

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

শনিবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মোহাম্মদ রাজু জানান, বুস্টার ডোজ নেওয়া থাকলে বাংলাদেশ থেকে ভারতে যেতে ৭২ ঘণ্টা আগের পিসিআর টেস্টের সনদ লাগছে না। তবে ভারত থেকে আসার সময় কোভিড নেগেটিভ সনদ লাগবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. জাহিদুর রহমান জানান, ভারত থেকে আসার সময় ভারতীয় ও বাংলাদেশি সবার জন্যই আরটি পিসিআরের ৭২ ঘণ্টার কোভিড নেগেটিভ সনদ লাগবে।

এ পদ্ধতিতে খরচ বেশি লাগছে বলে ভারত ফেরত পরেশ বড়ুয়া জানান।

তিনি বলেন, “বেনাপোল দিয়ে ভারত যেতে বুস্টার ডোজ দেওয়া থাকলে আরটি পিসিআরের ৭২ ঘণ্টার করোনা নেগেটিভ সনদ না লাগলেও ফেরার সময় ওদেশ থেকে করোনা নেগেটিভ সনদ আনতে হচ্ছে। দুই দেশে একই নিয়ম চালু হলে অতিরিক্ত খরচটা আর লাগত না।”

এদিকে মহামারীর আগে বেনাপোল দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী পারাপার হলেও বর্তমানে গড়ে ৩০০ যাত্রী পারাপার হচ্ছে বলে বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু  জানালেন।

তিনি বলেন, বর্তমানে মেডিকেল, বিজনেস ও শিক্ষা ভিসায় সীমিত সংখ্যায় যাত্রী যাতায়াত করতে পারছেন। ভ্রমণ ভিসায় যাতায়াত এখনও বন্ধ রয়েছে। যাত্রী পারাপার স্বাস্থ্যবিধি মেনেই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST