ইউক্রেইনের রাজধানী কিয়েভে রাতভর বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যাওয়ার পর সকালে নগরীর রাস্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে হাঁটতে দেখা গেছে।
বিবিসি জানিয়েছে, জেলেনস্কির নিজেরই ধারণ করা এই ভিডিওটি তিনি নিজেই পোস্ট করেছেন।
ভিডিওতে একটি প্রাসাদোপম বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি বলেন, “সব ইউক্রেইনীয়কে শুভ সকাল। অনলাইনে প্রচুর ভুয়া তথ্য ছড়াচ্ছে। আমি নাকি আমাদের সেনাবাহিনীকে অস্ত্র নামিয়ে রেখে চলে যেতে বলেছি।
“শুনুন, আমি এখানে আছি। আমরা আমাদের অস্ত্র নামিয়ে রাখছি না। আমরা আমাদের দেশকে রক্ষা করবো, কারণ আমাদের অস্ত্রই আমাদের সত্য। আর সত্য হচ্ছে, এটি আমাদের ভূমি, আমাদের দেশ, আমাদের সন্তান।
“আমরা এর সবই রক্ষা করবো। এটাই আমি আপনাদের বলতে চাই। ইউক্রেইনের জন্য গর্বিত।”
আগের দিন শুক্রবার রাতেও সঙ্গীসাথীদের নিয়ে রাজধানীর পথে নেমে সবাইকে ভিডিও বার্তা দিয়েছিলেন জেলেনস্কি।
ওই ভিডিওতে তিনি জানিয়েছিলেন, রুশ হামলার মুখেও রাজধানী থেকে পালাননি তারা।
“আমরা সবাই এখানেই আছি। আপনাদের প্রেসিডেন্ট এখানে আছেন, প্রধানমন্ত্রী এখানে আছেন। সৈন্যরা এখানে আছে, নাগরিকরাও। আমরা সবাই এখানে রয়েছি আমাদের দেশ, স্বাধীনতাকে রক্ষা করতে এবং এখানেই থাকব,”তখন বলেছিলেন তিনি।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্তর লেশকো নিজের ফেইসবুক পেইজে জানিয়েছেন, রাশিয়ার আক্রমণে এ পর্যন্ত তিনটি শিশুসহ মোট ১৯৮ জন ইউক্রেইনীয় নিহত হয়েছে আর আহত হয়েছে ১১১৫ জন। আহতদের মধ্যে ৩৩ শিশু রয়েছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার রাতে রাজধানীতে রাশিয়ার বাহিনীর হামলায় দুই শিশুসহ ৩৫ জন আহত হয়েছেন বলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন।