1. shahajahanbabu@gmail.com : admin :
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত অন্তত ২২ - Pundro TV
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন



আফগানিস্তানে ভূমিকম্পে নিহত অন্তত ২২

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

সোমবার স্থানীয় সময় বিকালে তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী বাডঘিস প্রদেশে হওয়া ভূমিকম্পটি ৫ দশমিক ৬ মাত্রার ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, ইটের তৈরি বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বাডঘিসের প্রাদেশিক প্রশাসনের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রাথমিক প্রতিবেদনগুলোতে নারী ও শিশুসহ ২২ জন নিহত ও চার জন আহত হয়েছেন বলে দেখা গেছে।”

ওই এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “মুজাহিদরা (তালেবান যোদ্ধা) ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় পৌঁছেছে, কিন্তু বাডঘিস পার্বত্য প্রদেশ হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

আফগানিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অভিযান কেন্দ্রের প্রধান মোল্লা জানান সায়েক মৃতের সংখ্যাটি নিশ্চিত করেছেন এবং সাতশরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন।

বাডঘিসের রাজধানীর প্রধান সরকারি হাসপাতালের নার্সিং ইউনিটের প্রধান সানুল্লাহ সাবিত জানিয়েছেন, ভূমিকম্পে আহত পাঁচ জনকে তাদের এখানে আনা হয়েছে, তাদের অধিকাংশেরই হাড় ভেঙে গেছে বা হাড়ে চিড় ধরেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST